মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 10

প্রিয় মাহিন (আর্কি),

তোমাকে সেদিন আর্কি ডে তে মুরগির বাচ্চার মত ক্যাচ ক্যাচ করে গান করতে দেখলাম। আর সেদিন থেকেই চিন্তা করলাম যে তোমার মত তিন ফিট হাইটের বউ থাকলে আর বাচ্চা নেয়ার দরকার কি! তুমি আমার হৃদয় মাঝে প্রতিনিয়ত কাথঠোকরার মত ঠক ঠক করে পেরেক পুতে যাও। আমার হৃদয় হয়ে যায় ক্ষত বিক্ষত কাঠের তক্তার মত। তোমার ভাবনায় বিভোর হয়ে আমি তলিয়ে যাই চুয়েট লেকে। তুমি তাড়াতাড়ি সুফুয়া কামাল হল থেকে আমাকে উদ্ধার করার জন্য গুটি গুটি পায়ে এসে তোমার ছোট্ট হাতটি বাড়িয়ে দাও চুয়েট লেকের দিকের দিকে।
ইতি,
তোমার প্রেমিক পুরুষ।।
LikeLike ·  · 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন