মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 17

দেবযানী চক্রবর্তী ( দেবু )

এক অনন্য সৌন্দর্য প্রতিমার নাম । যেন একগুচ্ছ কৃষ্ণচূড়া । একটা আকাশে ওড়া সাদা গাংচিল ।
আমার রাতের আকাশের একমাত্র তারা । মেয়ে , তুমি আমার শীতের সকালের মিষ্টি রোদ , আমার নীল

আকাশের সাদা মেঘের আনাগোনা ।

এক গোধূলি বেলায় তার সাথে দেখা । প্রথম দেখায় ভেবেছিলাম , এত চঞ্চল কেন মেয়েটা ! এত সুন্দর মানবীর সাথে তার উচ্ছলতাটা যাচ্ছে না । একটু শান্তশিষ্ট হলেই হয়তো তার সৌন্দর্য ফুটে উঠত আরও ।প্রথম চোখের দেখায় একটু অন্যরকম ই লাগে তাকে ।

ধারণাটা পাল্টাতে থাকে তাকে দ্বিতীয়বার দেখার পরে । আমি অবাক হয়ে লক্ষ্য করি তাঁর অস্থিরতাটাই তাঁর প্রকৃত সুন্দরতা , এই রূপবতীর প্রতি আমার ভাললাগার কারণ । যেন মেয়ে নয় , কোন নীল রঙের ঘাসফড়িঙ । ফড়িঙটা উড়ে বেড়ায় আমার মনের উঠানে , আমার আবেগের প্রতিটা ফুলে ।
তাঁর উচ্ছল হাসি , তাঁর খুনসুটি , তাঁর ঠোঁট চাঁপা দুষ্টুমি , তাঁর মায়াভরা চোখ ..................অন্ধের মত কাছে টেনে নিত আমাকে ।

মেয়ে , তুমি জানো , তোমার অস্থিরতার ভিতরেও অন্য এক তুমি আছ । যে তুমি মোনালিসার মত নীরবে হাসতে জানে , আমার মত প্রেমিকের মন কেড়ে নিতে পারে অনায়াসে । তুমি যখন শাড়ি পরে তোমার চুল কাঁধে এলিয়ে দাও , আমি নতুন করে প্রেমে পরি । যতবার মনে আঁকি তোমার ছবি , ততবারই প্রেমে পরি । যতবারই সামনে আসো , আমি নতুন করে প্রেমে পরি ।

মেয়ে , তোমার হাতে হাত রেখে হাঁটতে চাই অজানা পথে । হারাতে চাই কল্পনার রুপকথার রাজ্যে ।
তুমি , কি হাত টা বাড়াবে ? তোমার হাত টা আমার দরকার , খুব দরকার ।

ইতি ,
তোমার বৃত্তে বন্দী কোন বিন্দু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন