#হোমায়ারা #আনিসা #রাহা
অনেকটা দুর থেকেই দেখতাম তোমায়।ভাবতাম কখনো বুঝবেই না।কিন্তু বিধাতা যে এইভাবে সুযোগ দেবে বুঝিনি।সেই এক মুহুরতের চোখাচোখি যে আমার লাইফের ওয়ান অফ দ্যা বেষ্ট মোমেন্ট ছিলো তা তুমি কোনোদিনও জানবেনা।তুমি যখন বান্ধবীদের সাথে হেটে হেটে কথা বলো,আর রাস্তা দিয়ে হাটো,তখন শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে।আর এতো সুন্দর করে কপাল থেকে চুল সরাও কিভাবে।।।।।।।।মাঝে মাঝে তোমায় চাদের আলোয় দেখতে ইচ্ছে করে।
সামনে পি এল, পরীক্ষা,,,,,কি হবে জানিনা যদিও সব সেইফ যোন এ রাখার চেষ্টা করেছি,কিন্তু তবুও বুদ হয়ে রইবো তোমার চিন্তায়,ডুব দেবো বাতাসে আর তার কানে কানে বোলবো,আমি তোমায় ভালোবাসি।।।
ইতি- Someone from 13 Batch...
অনেকটা দুর থেকেই দেখতাম তোমায়।ভাবতাম কখনো বুঝবেই না।কিন্তু বিধাতা যে এইভাবে সুযোগ দেবে বুঝিনি।সেই এক মুহুরতের চোখাচোখি যে আমার লাইফের ওয়ান অফ দ্যা বেষ্ট মোমেন্ট ছিলো তা তুমি কোনোদিনও জানবেনা।তুমি যখন বান্ধবীদের সাথে হেটে হেটে কথা বলো,আর রাস্তা দিয়ে হাটো,তখন শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে।আর এতো সুন্দর করে কপাল থেকে চুল সরাও কিভাবে।।।।।।।।মাঝে মাঝে তোমায় চাদের আলোয় দেখতে ইচ্ছে করে।
সামনে পি এল, পরীক্ষা,,,,,কি হবে জানিনা যদিও সব সেইফ যোন এ রাখার চেষ্টা করেছি,কিন্তু তবুও বুদ হয়ে রইবো তোমার চিন্তায়,ডুব দেবো বাতাসে আর তার কানে কানে বোলবো,আমি তোমায় ভালোবাসি।।।
ইতি- Someone from 13 Batch...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন