শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

Confession # 21

জয়দেব শীল ( Civil- )

দেবতার মতোই নিখুঁতগড়নে সৃষ্টিকর্তা তোমায় গড়েছেন ।তোমার ঐ ব্ল্যাকিশ তনু যেন কষ্টিপাথর ।তোমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আমার ক্রাশ ।৪ ফুট ১১ ইন্ঞি শরীরটা বাঁকিয়ে নাচিয়ে যখন তুমি হেঁটে আসো তখন ক্লাসে বসা এই আমার কি অবস্থা হয় তা তো তুমি দেখো না ।আমার হরতনের ধুপধুপানি বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। এই বুঝি তোমার চোখে চোখ পড়ে গেল আর আমি চোখ নামিয়ে নিলাম।আচ্ছা,তোমারওকি ওরকমটা হয় ? আমি জানি, হয় আর তাই ইচ্ছে করেই তুমি আমার ঠিক পেছনে বসো ।আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস, নিঃশ্বাসে তোমার ম্যানলি ছোঁয়া ।তুমি এত দুষ্টু কেন ?ওরকমটা আর করবে না বলে দিচ্ছি , যদি আমাকে এতই পেতে ইচ্ছে হয় তবে হাতটা সামনে বাড়িয়ে দিও । জানো , ঘোলা কাচে গড়া লাইব্রেরী রুমে আমার ক্লাস করতে একদমই ভালো লাগে না ।বাইরে থেকে তোমায় হেঁটে আসতে দেখি না । কে কি ভাবে তাই বাইরেও যেতে পারি না ।
চুয়েট আমার স্বপ্নপুরী আর সেখানে তুমি আমার জয়দেব,একটামাত্র কিউট রাজকুমার।

ইতি, তোমার সিনা টান করা ম্যানলি চলনের একমাত্র দর্শক এবং একমাত্র অংশীদার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন