মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 14

অমর দেব নাথ (EEE)

চুয়েটে ভর্তি পরীক্ষার দিন EME building এ তোমার সিট পড়ে আমার কিছুটা সামনে দুই রো পরে।আমি s.s.c পরীক্ষার পর হুমায়ূন আহমেদের শুভ্র নামে একটা বই পড়ি।তুমি যখন দেরি করে পরীক্ষা দেওয়ার জন্য রুমে ঢুকলে আমার মনে হল চোখের সামনে গল্পের বইয়ের শুভ্র কে দেখলাম।সেই থেকে শুরু..... তোমার জন্যই হয়ত ঐদিন পরীক্ষাটা ভালো হল।পরীক্ষা শেষে মনে হল,তুমি তো এখনি হারিয়ে যাবে।হল থেকে বের হওয়ার সময় টেবিল থেকে তোমার রোল নং টা কি মনে করে দেখে নিলাম। রেসাল্ট বের হওয়ার পর দেখি website এ তোমার নাম অমর আর তুমি মেরিটেই আসছ।তারপর অনেক খুজে তোমার ID পাই।ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই নাই কিন্তু। একটা পোস্টে দেখি তুমি চুয়েট অথবা বুয়েটে ভর্তি হচ্ছ। তুমি যখন পরে চুয়েটে ভর্তি হও তখন কি মনে করে আমি রুয়েটে ভর্তি ক্যানসেল করে waiting list থেকে চুয়েটে ভর্তি হই। কিন্তু তুমি কিছুই বুঝ না ......তাকাও না পর্যন্ত।প্রথম প্রথম English ক্লাস না করে দাড়াই থাকতাম তোমার ক্লাসের সামনে।কখন তোমার একটু দেখা পাবো.....আর আমি এজন্য পরীক্ষা দিতে না পারলে দেখবা তোমার কি করি ঠিক আছে,তুমি তোমার মতোই থেকো।ভালো থেকো। But I Love You...my Prince I Love You so much. এ কথাটা সামনাসামনি কখনো হয়তো তোমাকে বলতে পারবো না। তুমি ভালো থেকো।

ইতি ,
তোমার সপ্নে বিভোর থাকা কোন এক রাজকন্যা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন