মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 4

Sumiya_Piya

তুই সম্ভব আমার চুয়েটজীবনে প্রথম ও শেষ ক্রাশ। ক্রাশ বলবো নাকি সিরিয়াস টাইপ ভালো লাগা বলবো বুঝতেছি না। তোর সহজ সরল ভংগি, মায়াবী চাহনী, কথা বলার ধরন সবকিছুই আমাকে টানে। তুই হয়ত আমাকে সরাসরি কখনো দেখিসনি। কিন্তু আমি তোকে দেখার অনুভূতি কিভাবে মিস করি ? মাঝে মাঝে ক্লাস বাংক করি তোর ক্লাসরুমের সামনে গিয়ে তোকে একবার দেখার জন্য। কেউ যদি আমি ক্রেজি তাতেও আমার সমস্যা নাই। তোর জীবনের অংশ হবার কোন যোগ্যতা রাখি কিনা জানি না।যোগ্য হবার চেষ্টা করে যাচ্ছি।যেদিন পারবো, ভালোলাগার কথা জানিয়ে দিবো।

13 ব্যাচের কেউ একজন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন