মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 13

#Alima CE 
আলিমা তুমি কেমন আছ? আশা করি তুমি ভাল আছ। আমি চাই তুমি চিরজীবন সুখে থাক। তোমাকে আমি অনেক ভালবাসি। কিন্তু আমি জানি আমি তোমাকে পাবো না। পাবার আশাও করিনা। তারপরও তোমাকে চিরজীবন ভালবেসে যাবো। আমার ভুল হয়েছে তোমাকে ভালবেসে। কেন যে তোমাকে ভালবাসলাম এটা আমি বুঝতেই পারলাম না। তোমার কথা আমি যাকে বলি সেই বলে সেও নাকি তোমাকে ভালবাসে। তুমি আমার তৃতীয়। আশা করি তুমিই আমার শেষ তৃতীয় ভালবাসা। শুনলাম 08 এর অনেক ভাইয়াও তোমাকে অনেক ভালবাসে। তোমার জন্য 09 এর ভাইদের কাছে আমি Rag খেয়েছি। আর 12তো বাদ"ই দিলাম। তোমাকে দেখলে আমার একটা কথাই শুধু মনে পরে ""what is love !!! what is love"""????? শুধু একটাই কথা তোমার আব্বু-আম্মুকে আমার সালাম দিও
.
;
;
;
;
;
;
;
;
... , , , , , , , , , , , , , , , ,, বঝলি না তুওওওওওওওওওওওওওইই^_^(-_-)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন