Mahin Archi 13
'মাহিন' নামটির মধেই যেন এক অমিও মায়া জরানো।অপরুপ রুপের অধিকারীনি সেই মেয়েটিকে আমি প্রথম দেখেছি স্বাধীনতা দিবস,২৬সে মার্চ।নতুন ক্যাম্পাস,নতুন পরিবেশের ছায়ার মাঝে মাহিনের সেই ঝলঝলে চেহারাখানি আমার এই রিদয় ছুয়ে গিয়েছিল।তার গাওয়া গানের প্রত্যেকটি শব্দ আমার বুকের ভিতর প্রেম কাব্যে রুপান্তরিত হয়ে ঢুকছিলো।মাঝে মাঝে তোমায় দেখি গিটার নিয়ে হাটতে আর ভাবি কবে তুমি তোমার মনের গান আমায় নিয়ে শোনাবে।স্বপ্ন দেখি এই আমি তোমায় ভেবে,তোমায় নিয়ে শত স্বপ্ন বুনি রিদয়ের বেড়াজালে।একবার ফিরে তাকিয়ে দেখো আছি এই আমি তোমার অপেক্ষায়,তোমারই পথের ছায়ায়।ভালবাসি তোমায় আরো ভালবেসে যাব তোমায়।
13 cuet
'মাহিন' নামটির মধেই যেন এক অমিও মায়া জরানো।অপরুপ রুপের অধিকারীনি সেই মেয়েটিকে আমি প্রথম দেখেছি স্বাধীনতা দিবস,২৬সে মার্চ।নতুন ক্যাম্পাস,নতুন পরিবেশের ছায়ার মাঝে মাহিনের সেই ঝলঝলে চেহারাখানি আমার এই রিদয় ছুয়ে গিয়েছিল।তার গাওয়া গানের প্রত্যেকটি শব্দ আমার বুকের ভিতর প্রেম কাব্যে রুপান্তরিত হয়ে ঢুকছিলো।মাঝে মাঝে তোমায় দেখি গিটার নিয়ে হাটতে আর ভাবি কবে তুমি তোমার মনের গান আমায় নিয়ে শোনাবে।স্বপ্ন দেখি এই আমি তোমায় ভেবে,তোমায় নিয়ে শত স্বপ্ন বুনি রিদয়ের বেড়াজালে।একবার ফিরে তাকিয়ে দেখো আছি এই আমি তোমার অপেক্ষায়,তোমারই পথের ছায়ায়।ভালবাসি তোমায় আরো ভালবেসে যাব তোমায়।
13 cuet
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন