প্রিয় তুহিন (civil),
বিশ্বাস করো, ১৪ মার্চ যেদিন তোমাকে প্রথম দেখলাম সেদিনই বুঝেছিলাম, এই ‘কাঠ বডি’র ছেলেটাই হতে যাচ্ছে আমার অনেক কিছু। তুমি সেদিন রাতেই লেডিস হলের সামনে খুব কঠিন র্যাগ খেয়েছিলে শুনে খুব খারাপ লেগেছিল। শুনে মনে হচ্ছি্ল, আমি যদি সেদিন রাতে বের হতাম তবে tomb raider এর মতো মারামারি করে তোমাকে সেভ করতে পারতাম। পরে পহেলা বৈশাখের আগের রাতে তোমাকে কত বুঝানোর চেষ্টা করলাম আমার মনের কথা কিন্তু তুমি বুঝলে না।তুমি তো সেদিন ব্যস্ত ছিলে তোমার চেয়ে দ্বিগুন ওজনের এক নারীর সাথে। সেদিন ্যদি আমার চোখের দিকে একটু খেয়াল করতে তবে আজ আর তোমাকে এত পচানি খেতে হত না। লাভের লাভ তো তোমার কিছুই হলো না, শুধু ফেসবুকে কালো কালির মোটা অক্ষরের একটা নাম বাড়ল। যাই হোক, উপস্থাপনার জন্য তুমি এখন খুবই বিখ্যাত। যদিও সেদিন ফেসবুকে দেখলাম, তোমার ঢাকার কিছু বন্ধু তোমাকে, ‘ক্যাব্লা anchor’ বলে তোমাকে খেপাচ্ছে। আচ্ছা, তুমি এসব ফ্রেন্ড পাও কোথা থেকে? আমাদের কি চোখে পড়ে না তোমার ? তবে তোমার জন্য আজকাল আমার অনেক ভয় হয়। শুনলাম তোমাদের সিভিল এর গণরুমের কিছু সমকামী মনোভাবাপন্ন ছেলে নাকি তোমার জিরো ফিগারের দিকে কাম লোলুপ দৃষ্টিতে তাকায়?? তুমি কিন্তু ওইসব ছেলেদের কাছ থেকে দূরে থাকবা, তোমার বেডের কাছেও আসতে দিবা না। আর তো মাত্র ৪ টা বছর। তারপর তো তোমার আমার মাঝে থাকবে না কোনো গোল চত্বর, থাকবে না কোনো ক্যান্টিন, থাকবে না কোনো পুকুর ; তখন আমরা দুজন থাকব শুধুই ্পাশাপাশি। ইতি, । । । । থাক নামটা আর নাই বললাম। কিছু কথা থাক না গোপন…।,,,:v

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন