মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 7

#মাহমুদা আলিম এমি (সিভিল)

ভালবাসা নামক কল্পতরুর শাখা প্রশাখা গুলো যখন নিশ্প্রভ, তখন গ্রীষ্মের পর প্রথম একপশলা বৃষ্টির ন্যায়, আমার জীবনে তোমার আবির্ভাব হয়েছিল,। তোমাকে প্রথম দেখেছিলাম নববর্ষে।।তোমার চোখে মুখে ছিলো লাবণ্যের ঘামে স্থির ছায়ার স্থবিরতা।।।তুমি ছিলে শিশির বিন্দুর মতো,যাকে খুব কাছ থেকে দেখা যাবে,কিন্তু ছোয়া বারণ।।।অথবা সমুদ্রের জলরাশির মতো,যা দূর থেকেই নীলাভ।।।তোমার দুহাত ভর্তি ছিলো কাচের চুরি,সময়ের নিস্তব্ধতা ভেদ করে তার মৃদ্য শব্দ আমার কানে বেজেছিলো।।তোমার খুব কাছে একবার চলে এসেছিলাম।।।প্রথম বাদলের পর বুনো ফুলের ঘ্রান ছিলো তোমার চুলে।।। আর সে ঘ্রানের মাদকতা ছড়িয়ে পড়েছিলো আমার প্রতিটি শিরায় উপশিরায়।।যার রেশ রয়ে গেছে আমার সপ্নে,আমার বাস্তবতায়,আমার অপেক্ষায়।।।হয়তো কোনদিন বলতে পারবো না,তবুও তোমার চুলের বুনো ফুলের ঘ্রানের অপেক্ষায় আছি।।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন