কাকন সুলতানা ( PME )
র্যাগ এর তখন ভরা মৌসুম চলছে ,
ভেবেছিলাম চুয়েট ছেড়ে চলে যাব
সেই দু:সময়ের এক গোধুলী লগ্নে ,
হতাশার চত্বরে হতাশাগ্রস্থ এই আমার চোখে
ধরা দিয়েছিলে তুমি ।
“love at first sight” উক্তিটিকে সেদিনই প্রথম বিশ্বাস করেছিলাম ।
তোমার দর্শন আমাকে চুয়েটে থাকতে অনুপ্রেরণা যুগিয়েছিল ।
তারপর থেকে .....
তোমার ওই গভীর আঁখি , মায়াময়ী মুখখানা যতবারই দেখি ততবারই আমার হৃদয়ে তোমার প্রতি ভালবাসা তিল তিল করে গড়ে উঠতে থাকে
হ্যা, তোমায় ভালবেসে ফেলেছি ।
তোমার মায়ায় পড়ে গেছি ।
চড়ুই পাখি, তোমার ওই চঞ্চলতা আমার হৃদয় সমুদ্রে প্রতিনিয়তই ঝড় তুলে যাচ্ছে ।
আমার এই অব্যাক্ত ভালবাসা কি অব্যাক্তই থেকে যাবে ?
নদীর দুই তীরে দাড়িয়ে থাকা দুজনের মাঝে কখনো কি কোন যোগসূত্র তৈরি হবে না ?
চড়ুই পাখি, আমি খুব ভীতু
কিন্তু বিশ্বাস কর,
আমি তোমায় খুব ভালবাসি ।
ইতি........................... .
তোমার আকাশে ওড়ার সঙ্গী...
র্যাগ এর তখন ভরা মৌসুম চলছে ,
ভেবেছিলাম চুয়েট ছেড়ে চলে যাব
সেই দু:সময়ের এক গোধুলী লগ্নে ,
হতাশার চত্বরে হতাশাগ্রস্থ এই আমার চোখে
ধরা দিয়েছিলে তুমি ।

তোমার দর্শন আমাকে চুয়েটে থাকতে অনুপ্রেরণা যুগিয়েছিল ।
তারপর থেকে .....
তোমার ওই গভীর আঁখি , মায়াময়ী মুখখানা যতবারই দেখি ততবারই আমার হৃদয়ে তোমার প্রতি ভালবাসা তিল তিল করে গড়ে উঠতে থাকে
হ্যা, তোমায় ভালবেসে ফেলেছি ।
তোমার মায়ায় পড়ে গেছি ।
চড়ুই পাখি, তোমার ওই চঞ্চলতা আমার হৃদয় সমুদ্রে প্রতিনিয়তই ঝড় তুলে যাচ্ছে ।
আমার এই অব্যাক্ত ভালবাসা কি অব্যাক্তই থেকে যাবে ?
নদীর দুই তীরে দাড়িয়ে থাকা দুজনের মাঝে কখনো কি কোন যোগসূত্র তৈরি হবে না ?
চড়ুই পাখি, আমি খুব ভীতু
কিন্তু বিশ্বাস কর,
আমি তোমায় খুব ভালবাসি ।
ইতি...........................
তোমার আকাশে ওড়ার সঙ্গী...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন