মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 11

Dhrubo,cse


এই ছেলে তোমার এত্ত ভাব কেন!! তোমাকে দেখলেই আমার মেজাজ টা খারাপ হয়ে জায়। তারপর তোমাকে কেন যেন খুব ভালো লাগে ।কিন্তু তুমি আমাকে একবারো নোটিশ কর না। আমি তোমাকে অনেকবার ফ্রেন্ড রিকু পাটাইছিলাম কিন্তু তোমার যে ভাব !!! তুমি তোমার ক্লাশের মেয়েদের সাতেও ভাবের টেলায় বাচো না। এইটা কিন্তু ভালো না। তারা তোমাকে কত্ত আজে বাজে কথা বলে। আমার খুব কষ্ট লাগে। কিছু বলতেও পারি না। কিন্তু শুনলাম অন্য ডিপার্টমেন্ট এর মেয়েদের সাথে নাকি তোমার সেই যোগাযোগ। আর একটা মেয়ের সাথে নাকি খুব চলাফেরা। শুনো যতদুর বুঝতে পারছি তুমি একটা বলদ।অজতা ভাব মার:D আর লিডার গিরি করো। আর চুল এমনভাবে খাড়া কর মনে হয় শক খাইছ। কিন্তু তোমার এই ভাব টাই আমার খুব ভালো লাগে। তুমি যার সাথে ঘুরো তার সাথে আর ঘুরবা না । আমার রাগ লাগে।আমাকে দেখলেই বুঝবা। কিন্তু তুমি আমার সাথে কথা তো দূরে থাক একবারো নোটিশ কর নাই। এমন হলে হবে না। আমি তোমার প্রেমে পরে গেছি। আমি কেনো পরছি সেটা জানি না। প্রেমে পরার মতো কোনো গুনাবলি তোমার মাঝে নাই,তারপর কেনো যে প্রেমে হাবু ডুবু খাচ্ছি। তুমি  জলদি    আমাকে বাচাও। আমি তোমাকে অনেক ভালবাসি।

ইতি

ধ্রুবের ধ্রুবতারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন