মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 16

মাজুম , CSE 


প্রথম দেখা হয়েছিল হলুদ হিমুর বেশে , তারপর ক্লাসের ম্যাংগো পাবলিকদের কাছে তুমুল জনপ্রিয়তা ( যদিও এই পাবলিকদের মদ্ধ্যে মেয়েরাই সিংহ ভাগ ) । এখন আবার অনেক দায়িত্বের মাঝে আমাকে আলাদাভাবে চোখেই পড়ে না । সবসময়ই ক্লাসে তোমার এবং শুধু তোমারই প্রতিক্ষায় থাকি , কখন তুমি আসবে । ইদানিং আবার তোমার Class এ ঢুকার Style নিয়ে ছাত্রছাত্রী মহলে অনেক আলোচনা , তুমি কি ঘাড় কুজো করেই সারাটা জীবন কাটাবা ??? আর তিন নাম্বার ক্যান্টিন এর আশেপাশে বিভিন্ন সময় Sprite বা Pran বোতল হাতে দেখা গেলেও Programming এ নাকি তুমি সেই Serious ??? এছাড়াও রাত জাগা পাখির মত সময় কাটিয়ে ফোন গরম করার কথাও লোকমুখে শুনি । তবুও ইচ্ছে করে , তোমাকে নিয়েই গোলচত্বর থেকে হতাশা চত্বরের দিকে এগিয়ে যেতে ।

ইতি
তোমার অপেক্ষায় থাকা কোন একজন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন