শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

Confession # 22


আসিফ মোহাম্মদ তানভীর............ (আর্কি) 




তুমি এমনিতেই দেখতে অনেক সুন্দর। এত বিশ্রী করে চুল কাটো কেন?? একদম মেয়েলী মেয়েলী লাগে। আমি তোমাকে ১ম দেখেছিলাম এক বেগুনী শার্ট পড়ে ভর্তির দিন লাইনে দাঁড়িয়ে দাঁত বের করে কথা বলছিলে। সেদিন অনেক মোটা লাগছিলো তোমাকে। কেন জানিনা, সেদিন থেকেই হয়তো শুরু হয়েছিলো। বুকের ভেতর টা কেমন কেমন জানি করে উঠতো। এরপরে অনেক দিনই দেখেছি তোমাকে ক্যাম্পাসে বা তোমার ডিপার্টমেন্টের বিল্ডিং এর সামনে। কিন্তু ১টার বেশি মেয়ে থাকেই তোমার সাথে। এত মেয়ে নিয়ে ঘুরো কেন?? কনসার্টের দিন দেখেছিলাম CSE আর অন্য ডিপার্টমেন্টের ৪টা মেয়ে তোমায় ঘিরে ছিলো। তোমার ওই নতুন DSLR এ কি আমার একটুও জায়গা হবে না?? নিশ্চয় তুমি "আসিফ ফটোগ্রাফী" লাগাই ছবি পোস্ট করা শুরু করে দিসো?? সেই ফটোগ্রাফীতে আমার জায়গা কোনদিন হবে, এমন সৌভাগ্য আমি কল্পনাতেও ভাবি নাহ। জানিনা তুমি কি করছো এই বন্ধের ৩টা দিনে। আমি তোমায় দখি নাহ, কিচ্ছুই ভালো লাগে নাহ। একটা ফুল কি বেধে দিতে পারো না আমার কানে??

ইতি
চুয়েট 13 এর পাগলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন