শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

Confession # 23

#CSE dept. এর চশমা পরা পাঠকাঠির মত শুকনা এত্তগুলা কিয়ুট মেয়েটা 

৬ মাস চুয়েটে পইরাও তোমার নাম জানা হইলো না। আফসোস এর বেপার , যদিও কোনো এক বন্ধু অথবা বান্ধবী কে তোমার বর্ণনা দিয়া জানিতে পারিলাম তুমি CSE ডিপার্টমেন্ট এ এবং নাম রুহী হইতে পারে! আসল কথা হইলো চুয়েটে সামান্য ঝড় বাতাস শুরু হইলেই আমার টেনশন শুরু হই যায়। এই বুঝি তোমারে উড়ায়া নি গেল! :। মানুষ এত শুকনা হয় কেমনে?? আম্ম্মু বাসায় ভাত দেয় না?? দিলে এই অবস্থা কেন?? আর ভাত দেয়ার পরেও যদি এই অবস্থা হয় তাইলে আম্মুরে বলবা ভাত এর চাউলের ব্র্যান্ড চেঞ্জ করতে! তুমি কি বুঝনা তোমার এই অবস্থা দেইখা আরেকজন মানুষের চোখের নিচে যমুনা নদী সৃষ্টি হইয়া যাইতাছে?? যাই হোক , আসল কথা হইলো ভালা কইরা khaiba আর এই যমুনা নদীর প্রবাহ বন্ধ করার জন্য পদক্ষেপ নিবা!

ইতি
কোনো এক চান্নিপসর রাইতে একাকী বনে কিংবা সত্যিকারের যমুনা নদীর তীরে বসিয়া তোমাকে নিজ হাতে খাওয়াই দেওয়ার কঠিন ইচ্ছা পোষণ কৃত কোনো এক বাউন্ডুলে!

Confession # 22


আসিফ মোহাম্মদ তানভীর............ (আর্কি) 




তুমি এমনিতেই দেখতে অনেক সুন্দর। এত বিশ্রী করে চুল কাটো কেন?? একদম মেয়েলী মেয়েলী লাগে। আমি তোমাকে ১ম দেখেছিলাম এক বেগুনী শার্ট পড়ে ভর্তির দিন লাইনে দাঁড়িয়ে দাঁত বের করে কথা বলছিলে। সেদিন অনেক মোটা লাগছিলো তোমাকে। কেন জানিনা, সেদিন থেকেই হয়তো শুরু হয়েছিলো। বুকের ভেতর টা কেমন কেমন জানি করে উঠতো। এরপরে অনেক দিনই দেখেছি তোমাকে ক্যাম্পাসে বা তোমার ডিপার্টমেন্টের বিল্ডিং এর সামনে। কিন্তু ১টার বেশি মেয়ে থাকেই তোমার সাথে। এত মেয়ে নিয়ে ঘুরো কেন?? কনসার্টের দিন দেখেছিলাম CSE আর অন্য ডিপার্টমেন্টের ৪টা মেয়ে তোমায় ঘিরে ছিলো। তোমার ওই নতুন DSLR এ কি আমার একটুও জায়গা হবে না?? নিশ্চয় তুমি "আসিফ ফটোগ্রাফী" লাগাই ছবি পোস্ট করা শুরু করে দিসো?? সেই ফটোগ্রাফীতে আমার জায়গা কোনদিন হবে, এমন সৌভাগ্য আমি কল্পনাতেও ভাবি নাহ। জানিনা তুমি কি করছো এই বন্ধের ৩টা দিনে। আমি তোমায় দখি নাহ, কিচ্ছুই ভালো লাগে নাহ। একটা ফুল কি বেধে দিতে পারো না আমার কানে??

ইতি
চুয়েট 13 এর পাগলী

Confession # 21

জয়দেব শীল ( Civil- )

দেবতার মতোই নিখুঁতগড়নে সৃষ্টিকর্তা তোমায় গড়েছেন ।তোমার ঐ ব্ল্যাকিশ তনু যেন কষ্টিপাথর ।তোমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আমার ক্রাশ ।৪ ফুট ১১ ইন্ঞি শরীরটা বাঁকিয়ে নাচিয়ে যখন তুমি হেঁটে আসো তখন ক্লাসে বসা এই আমার কি অবস্থা হয় তা তো তুমি দেখো না ।আমার হরতনের ধুপধুপানি বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। এই বুঝি তোমার চোখে চোখ পড়ে গেল আর আমি চোখ নামিয়ে নিলাম।আচ্ছা,তোমারওকি ওরকমটা হয় ? আমি জানি, হয় আর তাই ইচ্ছে করেই তুমি আমার ঠিক পেছনে বসো ।আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস, নিঃশ্বাসে তোমার ম্যানলি ছোঁয়া ।তুমি এত দুষ্টু কেন ?ওরকমটা আর করবে না বলে দিচ্ছি , যদি আমাকে এতই পেতে ইচ্ছে হয় তবে হাতটা সামনে বাড়িয়ে দিও । জানো , ঘোলা কাচে গড়া লাইব্রেরী রুমে আমার ক্লাস করতে একদমই ভালো লাগে না ।বাইরে থেকে তোমায় হেঁটে আসতে দেখি না । কে কি ভাবে তাই বাইরেও যেতে পারি না ।
চুয়েট আমার স্বপ্নপুরী আর সেখানে তুমি আমার জয়দেব,একটামাত্র কিউট রাজকুমার।

ইতি, তোমার সিনা টান করা ম্যানলি চলনের একমাত্র দর্শক এবং একমাত্র অংশীদার ।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

Confession # 20

#Al_Muntasir_Mamun_Moni (CSE)




পৃথিবী টা আসলেই অদ্ভুত। শিকড় থেকে শিকড়ে পৌছতেই হোচট খেলাম তোমার কাছে। 
একদা সময় ছিল, যখন পাখির ডাকে ঘুম ছাড়ত।কিন্তু সময়, যুগের আবর্তন এ তোমার মুখের বুলি ছাড়া ঘুম ছুটে না।। 

#অগো_প্রিয়সখা
কখনো ভাবিনি তোমার মতো চিক্স শরীরের উপর crush খাব।। ছিপছিপে দেহ, কোমল হাত আর মৃদুগামী কথায় আমি হারিয়ে যাই অজানা কোন এক প্রান্তরে।। যেই প্রান্তদেশীয় সীমারেখায় কেউ থাকবে না।। থাকবে শুধু #Oxygen আর তুমি।।

তুমি বেশি কথা বল বলে হয়ত অনেকেই পছন্দ করে না।। কিন্তু তুমি পরখ করে দেখো, আমি তোমার কথা গুলো আমার হৃদয় গর্ভতে ধারন করে রাখি।।
আমার এক্টা second ও তোমায় ছাড়া চলে না যে।।তুমি আমার ছায়া না হও, কিন্তু#পটল_তোলার আগ পর্যন্ত আমি তোমারি ছায়া হয়ে থাকব।।

পৃথিবী ঘুরছে, সময় বারছে।। কিন্তু তোমার কারনে আমার বয়স কমছে, #Heartbeatবারছে।। কারন কবে যেন দুই হাত বারিয়ে অনন্ত জলিল এর মত নয়,#Sahrookh_khan এর মত বলবে "কা হো না পেয়ার হে"!!!!!!!!!!

ইতি,
ঘন্টা, মিনিট,সেকেন্ড উপেক্ষা করে বারান্দার কোনে বসে থাকা কোন এক অচিন পাখি।। তুমি আসলেই আমি খাঁচা থেকে মুক্তি পাবো।।

Confession # 19

প্রিয় সাবিহা আনান (CSE),





এই ক্যাম্পাসে তোর সাথে সবার আগে আমার ফ্রেন্ডশিপ হয়। একজন বন্ধু হিসেবে তোর কোন তুলনা নাই। তুই একবার বলেছিলি তুই চলে যাবি। তোকে আমি অনেক না করেছিলাম। তুই তাও চলে গিয়েছিলি। অনেক কষ্ট পেয়েছিলাম। কারণ তখন তোর সাথেই সব কিছু শেয়ার করতাম। কিন্তু হয়ত আমাদের বন্ধুত্তের টানে তুই আবার ফিরে এসেছিস। তুই দেখতেও যথেষ্ট ভাল। অন্যদের মত তোর সৌন্দর্য নিয়ে আমি কোন কমেন্ট করব না। কারণ আমার কাছে তুই অনেক ভাল একটা বন্ধু। তারও আগে একজন ভাল মানুষ। আমারা একজন আরেকজনকে ভালোই পচাই। রাগ করিস না কখনো। তোকে একজন বন্ধু হিসেবে অনেক বেশি ভালবাসি আমি। তোর অনেক সুন্দর নামও দিসি আমি “শুঁটকি”। আর তুই যখন চলে গিয়েছিলি তখন তোর পচানি গুলাই আমি বেশী মিস করতাম।

আর আকাশের দিকে তাকাইয়া থেকে মোবাইল টিপতে থাকলে পা ভাঙ্গাটাই স্বাভাবিক। যাই হোক পা একটা না দুইটা ভাঙলে বেশী খুশি হইতাম...... আর কথা একটু কম বলিস। আর আমি কিছু বললে তা শুনিস। তাইলে আর হাত-পা ভাঙ্গবো না। আর বন্ধুদের মাঝে মধ্যে ট্রিট দিতে হয়। মেকানিক্যাল সাবজেক্টটা একটু কম পড়লেও চলবে।

আর আমি কিন্তু কখনোই তোর উপর CRUSH খাই নাই। তাই CONFESSION এর কিছু নাই। 

ইতি,
তোর বেস্ট ফ্রেন্ড।

Confession # 18

#হোমায়ারা #আনিসা #রাহা


অনেকটা দুর থেকেই দেখতাম তোমায়।ভাবতাম কখনো বুঝবেই না।কিন্তু বিধাতা যে এইভাবে সুযোগ দেবে বুঝিনি।সেই এক মুহুরতের চোখাচোখি যে আমার লাইফের ওয়ান অফ দ্যা বেষ্ট মোমেন্ট ছিলো তা তুমি কোনোদিনও জানবেনা।তুমি যখন বান্ধবীদের সাথে হেটে হেটে কথা বলো,আর রাস্তা দিয়ে হাটো,তখন শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে।আর এতো সুন্দর করে কপাল থেকে চুল সরাও কিভাবে।।।।।।।।মাঝে মাঝে তোমায় চাদের আলোয় দেখতে ইচ্ছে করে।
সামনে পি এল, পরীক্ষা,,,,,কি হবে জানিনা যদিও সব সেইফ যোন এ রাখার চেষ্টা করেছি,কিন্তু তবুও বুদ হয়ে রইবো তোমার চিন্তায়,ডুব দেবো বাতাসে আর তার কানে কানে বোলবো,আমি তোমায় ভালোবাসি।।।

ইতি- Someone from 13 Batch... 

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 17

দেবযানী চক্রবর্তী ( দেবু )

এক অনন্য সৌন্দর্য প্রতিমার নাম । যেন একগুচ্ছ কৃষ্ণচূড়া । একটা আকাশে ওড়া সাদা গাংচিল ।
আমার রাতের আকাশের একমাত্র তারা । মেয়ে , তুমি আমার শীতের সকালের মিষ্টি রোদ , আমার নীল

আকাশের সাদা মেঘের আনাগোনা ।

এক গোধূলি বেলায় তার সাথে দেখা । প্রথম দেখায় ভেবেছিলাম , এত চঞ্চল কেন মেয়েটা ! এত সুন্দর মানবীর সাথে তার উচ্ছলতাটা যাচ্ছে না । একটু শান্তশিষ্ট হলেই হয়তো তার সৌন্দর্য ফুটে উঠত আরও ।প্রথম চোখের দেখায় একটু অন্যরকম ই লাগে তাকে ।

ধারণাটা পাল্টাতে থাকে তাকে দ্বিতীয়বার দেখার পরে । আমি অবাক হয়ে লক্ষ্য করি তাঁর অস্থিরতাটাই তাঁর প্রকৃত সুন্দরতা , এই রূপবতীর প্রতি আমার ভাললাগার কারণ । যেন মেয়ে নয় , কোন নীল রঙের ঘাসফড়িঙ । ফড়িঙটা উড়ে বেড়ায় আমার মনের উঠানে , আমার আবেগের প্রতিটা ফুলে ।
তাঁর উচ্ছল হাসি , তাঁর খুনসুটি , তাঁর ঠোঁট চাঁপা দুষ্টুমি , তাঁর মায়াভরা চোখ ..................অন্ধের মত কাছে টেনে নিত আমাকে ।

মেয়ে , তুমি জানো , তোমার অস্থিরতার ভিতরেও অন্য এক তুমি আছ । যে তুমি মোনালিসার মত নীরবে হাসতে জানে , আমার মত প্রেমিকের মন কেড়ে নিতে পারে অনায়াসে । তুমি যখন শাড়ি পরে তোমার চুল কাঁধে এলিয়ে দাও , আমি নতুন করে প্রেমে পরি । যতবার মনে আঁকি তোমার ছবি , ততবারই প্রেমে পরি । যতবারই সামনে আসো , আমি নতুন করে প্রেমে পরি ।

মেয়ে , তোমার হাতে হাত রেখে হাঁটতে চাই অজানা পথে । হারাতে চাই কল্পনার রুপকথার রাজ্যে ।
তুমি , কি হাত টা বাড়াবে ? তোমার হাত টা আমার দরকার , খুব দরকার ।

ইতি ,
তোমার বৃত্তে বন্দী কোন বিন্দু ।

Confession # 16

মাজুম , CSE 


প্রথম দেখা হয়েছিল হলুদ হিমুর বেশে , তারপর ক্লাসের ম্যাংগো পাবলিকদের কাছে তুমুল জনপ্রিয়তা ( যদিও এই পাবলিকদের মদ্ধ্যে মেয়েরাই সিংহ ভাগ ) । এখন আবার অনেক দায়িত্বের মাঝে আমাকে আলাদাভাবে চোখেই পড়ে না । সবসময়ই ক্লাসে তোমার এবং শুধু তোমারই প্রতিক্ষায় থাকি , কখন তুমি আসবে । ইদানিং আবার তোমার Class এ ঢুকার Style নিয়ে ছাত্রছাত্রী মহলে অনেক আলোচনা , তুমি কি ঘাড় কুজো করেই সারাটা জীবন কাটাবা ??? আর তিন নাম্বার ক্যান্টিন এর আশেপাশে বিভিন্ন সময় Sprite বা Pran বোতল হাতে দেখা গেলেও Programming এ নাকি তুমি সেই Serious ??? এছাড়াও রাত জাগা পাখির মত সময় কাটিয়ে ফোন গরম করার কথাও লোকমুখে শুনি । তবুও ইচ্ছে করে , তোমাকে নিয়েই গোলচত্বর থেকে হতাশা চত্বরের দিকে এগিয়ে যেতে ।

ইতি
তোমার অপেক্ষায় থাকা কোন একজন

Confession # 15

জান্নাতুল ফেরদৌস শিখা (EEE13)

ওগো আমার পরানের ফুল।কোন ফুলের সঙ্গে তোমাকে তুলনা করব ভেবে পাচ্ছি না।তুমি কোন ফুল গো? চম্পাকলি,জঁই না গোলাপ না বকুল??তুমি যাই হও প্রিয়তমা, তুমি জগতের সেরা ফুল।ভাসিটি এমন কেউ নেই যে তোমাকে চিনে না।ফেসবুকে তোমার সেই সেই শাডি পরা পিক দেখে আমি পাগল হয়ে গেছি।রাতে ঘুম হয় না,তুমি এবার আমাই উদ্ধার করো।চুইংগাম যেভাবে তোমার চুলে সাথে আটকে থাকবে আমি ঠিক সেভাবে তোমার জীবনের সাথে জডিয়ে থাকতে চায়।আমি সারা জীবন তোমার চুলের গন্ধ শুকতে চায়

কি করে বুঝাব ওগো, আমার ফরানের ফুল
জদি তোমায় ভালবেসে করে থাকি ভুল
তবে কাছে ছিডে নিও আমার মাথার চুল
ময়না পাখি সোনা পাখি টুনটুনি আমার সবশেষে একটা কথাই বলতে চাই I love u from the core of my heart

ইতি…. তোমার প্রেমে অন্ধ এক বালক

Confession # 14

অমর দেব নাথ (EEE)

চুয়েটে ভর্তি পরীক্ষার দিন EME building এ তোমার সিট পড়ে আমার কিছুটা সামনে দুই রো পরে।আমি s.s.c পরীক্ষার পর হুমায়ূন আহমেদের শুভ্র নামে একটা বই পড়ি।তুমি যখন দেরি করে পরীক্ষা দেওয়ার জন্য রুমে ঢুকলে আমার মনে হল চোখের সামনে গল্পের বইয়ের শুভ্র কে দেখলাম।সেই থেকে শুরু..... তোমার জন্যই হয়ত ঐদিন পরীক্ষাটা ভালো হল।পরীক্ষা শেষে মনে হল,তুমি তো এখনি হারিয়ে যাবে।হল থেকে বের হওয়ার সময় টেবিল থেকে তোমার রোল নং টা কি মনে করে দেখে নিলাম। রেসাল্ট বের হওয়ার পর দেখি website এ তোমার নাম অমর আর তুমি মেরিটেই আসছ।তারপর অনেক খুজে তোমার ID পাই।ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই নাই কিন্তু। একটা পোস্টে দেখি তুমি চুয়েট অথবা বুয়েটে ভর্তি হচ্ছ। তুমি যখন পরে চুয়েটে ভর্তি হও তখন কি মনে করে আমি রুয়েটে ভর্তি ক্যানসেল করে waiting list থেকে চুয়েটে ভর্তি হই। কিন্তু তুমি কিছুই বুঝ না ......তাকাও না পর্যন্ত।প্রথম প্রথম English ক্লাস না করে দাড়াই থাকতাম তোমার ক্লাসের সামনে।কখন তোমার একটু দেখা পাবো.....আর আমি এজন্য পরীক্ষা দিতে না পারলে দেখবা তোমার কি করি ঠিক আছে,তুমি তোমার মতোই থেকো।ভালো থেকো। But I Love You...my Prince I Love You so much. এ কথাটা সামনাসামনি কখনো হয়তো তোমাকে বলতে পারবো না। তুমি ভালো থেকো।

ইতি ,
তোমার সপ্নে বিভোর থাকা কোন এক রাজকন্যা

Confession # 13

#Alima CE 
আলিমা তুমি কেমন আছ? আশা করি তুমি ভাল আছ। আমি চাই তুমি চিরজীবন সুখে থাক। তোমাকে আমি অনেক ভালবাসি। কিন্তু আমি জানি আমি তোমাকে পাবো না। পাবার আশাও করিনা। তারপরও তোমাকে চিরজীবন ভালবেসে যাবো। আমার ভুল হয়েছে তোমাকে ভালবেসে। কেন যে তোমাকে ভালবাসলাম এটা আমি বুঝতেই পারলাম না। তোমার কথা আমি যাকে বলি সেই বলে সেও নাকি তোমাকে ভালবাসে। তুমি আমার তৃতীয়। আশা করি তুমিই আমার শেষ তৃতীয় ভালবাসা। শুনলাম 08 এর অনেক ভাইয়াও তোমাকে অনেক ভালবাসে। তোমার জন্য 09 এর ভাইদের কাছে আমি Rag খেয়েছি। আর 12তো বাদ"ই দিলাম। তোমাকে দেখলে আমার একটা কথাই শুধু মনে পরে ""what is love !!! what is love"""????? শুধু একটাই কথা তোমার আব্বু-আম্মুকে আমার সালাম দিও
.
;
;
;
;
;
;
;
;
... , , , , , , , , , , , , , , , ,, বঝলি না তুওওওওওওওওওওওওওইই^_^(-_-)

Confession # 12

Mahin Archi 13

'মাহিন' নামটির মধেই যেন এক অমিও মায়া জরানো।অপরুপ রুপের অধিকারীনি সেই মেয়েটিকে আমি প্রথম দেখেছি স্বাধীনতা দিবস,২৬সে মার্চ।নতুন ক্যাম্পাস,নতুন পরিবেশের ছায়ার মাঝে মাহিনের সেই ঝলঝলে চেহারাখানি আমার এই রিদয় ছুয়ে গিয়েছিল।তার গাওয়া গানের প্রত্যেকটি শব্দ আমার বুকের ভিতর প্রেম কাব্যে রুপান্তরিত হয়ে ঢুকছিলো।মাঝে মাঝে তোমায় দেখি গিটার নিয়ে হাটতে আর ভাবি কবে তুমি তোমার মনের গান আমায় নিয়ে শোনাবে।স্বপ্ন দেখি এই আমি তোমায় ভেবে,তোমায় নিয়ে শত স্বপ্ন বুনি রিদয়ের বেড়াজালে।একবার ফিরে তাকিয়ে দেখো আছি এই আমি তোমার অপেক্ষায়,তোমারই পথের ছায়ায়।ভালবাসি তোমায় আরো ভালবেসে যাব তোমায়। 
13 cuet

Confession # 11

Dhrubo,cse


এই ছেলে তোমার এত্ত ভাব কেন!! তোমাকে দেখলেই আমার মেজাজ টা খারাপ হয়ে জায়। তারপর তোমাকে কেন যেন খুব ভালো লাগে ।কিন্তু তুমি আমাকে একবারো নোটিশ কর না। আমি তোমাকে অনেকবার ফ্রেন্ড রিকু পাটাইছিলাম কিন্তু তোমার যে ভাব !!! তুমি তোমার ক্লাশের মেয়েদের সাতেও ভাবের টেলায় বাচো না। এইটা কিন্তু ভালো না। তারা তোমাকে কত্ত আজে বাজে কথা বলে। আমার খুব কষ্ট লাগে। কিছু বলতেও পারি না। কিন্তু শুনলাম অন্য ডিপার্টমেন্ট এর মেয়েদের সাথে নাকি তোমার সেই যোগাযোগ। আর একটা মেয়ের সাথে নাকি খুব চলাফেরা। শুনো যতদুর বুঝতে পারছি তুমি একটা বলদ।অজতা ভাব মার:D আর লিডার গিরি করো। আর চুল এমনভাবে খাড়া কর মনে হয় শক খাইছ। কিন্তু তোমার এই ভাব টাই আমার খুব ভালো লাগে। তুমি যার সাথে ঘুরো তার সাথে আর ঘুরবা না । আমার রাগ লাগে।আমাকে দেখলেই বুঝবা। কিন্তু তুমি আমার সাথে কথা তো দূরে থাক একবারো নোটিশ কর নাই। এমন হলে হবে না। আমি তোমার প্রেমে পরে গেছি। আমি কেনো পরছি সেটা জানি না। প্রেমে পরার মতো কোনো গুনাবলি তোমার মাঝে নাই,তারপর কেনো যে প্রেমে হাবু ডুবু খাচ্ছি। তুমি  জলদি    আমাকে বাচাও। আমি তোমাকে অনেক ভালবাসি।

ইতি

ধ্রুবের ধ্রুবতারা

Confession # 10

প্রিয় মাহিন (আর্কি),

তোমাকে সেদিন আর্কি ডে তে মুরগির বাচ্চার মত ক্যাচ ক্যাচ করে গান করতে দেখলাম। আর সেদিন থেকেই চিন্তা করলাম যে তোমার মত তিন ফিট হাইটের বউ থাকলে আর বাচ্চা নেয়ার দরকার কি! তুমি আমার হৃদয় মাঝে প্রতিনিয়ত কাথঠোকরার মত ঠক ঠক করে পেরেক পুতে যাও। আমার হৃদয় হয়ে যায় ক্ষত বিক্ষত কাঠের তক্তার মত। তোমার ভাবনায় বিভোর হয়ে আমি তলিয়ে যাই চুয়েট লেকে। তুমি তাড়াতাড়ি সুফুয়া কামাল হল থেকে আমাকে উদ্ধার করার জন্য গুটি গুটি পায়ে এসে তোমার ছোট্ট হাতটি বাড়িয়ে দাও চুয়েট লেকের দিকের দিকে।
ইতি,
তোমার প্রেমিক পুরুষ।।
LikeLike ·  · 

Confession # 9

প্রিয় তুহিন (civil), 


বিশ্বাস করো, ১৪ মার্চ যেদিন তোমাকে প্রথম দেখলাম সেদিনই বুঝেছিলাম, এই ‘কাঠ বডি’র ছেলেটাই হতে যাচ্ছে আমার অনেক কিছু। তুমি সেদিন রাতেই লেডিস হলের সামনে খুব কঠিন র‌্যাগ খেয়েছিলে শুনে খুব খারাপ লেগেছিল। শুনে মনে হচ্ছি্ল, আমি যদি সেদিন রাতে বের হতাম তবে tomb raider এর মতো মারামারি করে তোমাকে সেভ করতে পারতাম। পরে পহেলা বৈশাখের আগের রাতে তোমাকে কত বুঝানোর চেষ্টা করলাম আমার মনের কথা কিন্তু তুমি বুঝলে না।তুমি তো সেদিন ব্যস্ত ছিলে তোমার চেয়ে দ্বিগুন ওজনের এক নারীর সাথে। সেদিন ্যদি আমার চোখের দিকে একটু খেয়াল করতে তবে আজ আর তোমাকে এত পচানি খেতে হত না। লাভের লাভ তো তোমার কিছুই হলো না, শুধু ফেসবুকে কালো কালির মোটা অক্ষরের একটা নাম বাড়ল। যাই হোক, উপস্থাপনার জন্য তুমি এখন খুবই বিখ্যাত। যদিও সেদিন ফেসবুকে দেখলাম, তোমার ঢাকার কিছু বন্ধু তোমাকে, ‘ক্যাব্লা anchor’ বলে তোমাকে খেপাচ্ছে। আচ্ছা, তুমি এসব ফ্রেন্ড পাও কোথা থেকে? আমাদের কি চোখে পড়ে না তোমার ? তবে তোমার জন্য আজকাল আমার অনেক ভয় হয়। শুনলাম তোমাদের সিভিল এর গণরুমের কিছু সমকামী মনোভাবাপন্ন ছেলে নাকি তোমার জিরো ফিগারের দিকে কাম লোলুপ দৃষ্টিতে তাকায়?? তুমি কিন্তু ওইসব ছেলেদের কাছ থেকে দূরে থাকবা, তোমার বেডের কাছেও আসতে দিবা না। আর তো মাত্র ৪ টা বছর। তারপর তো তোমার আমার মাঝে থাকবে না কোনো গোল চত্বর, থাকবে না কোনো ক্যান্টিন, থাকবে না কোনো পুকুর ; তখন আমরা দুজন থাকব শুধুই ্পাশাপাশি। ইতি, । । । । থাক নামটা আর নাই বললাম। কিছু কথা থাক না গোপন…।,,,:v  

Confession # 8

সুমাইয়া কফি (আর্কি) 

প্রথম যেদিন তোমায় চুয়েট বাস এ দেখেছি, সেদিন ই আমি তোমার উপর উষ্ঠা খাইছি, থুক্কু crush খাইছি!!!  

আমি যদি উচ্চতায় তোমার অর্ধেক না হতাম  তবে আজ ই তোমায় প্রপোজ করে ফেলতাম।

আই লাভ ইউ কফিইইইইইইইইইইইইইইইই

Confession # 7

#মাহমুদা আলিম এমি (সিভিল)

ভালবাসা নামক কল্পতরুর শাখা প্রশাখা গুলো যখন নিশ্প্রভ, তখন গ্রীষ্মের পর প্রথম একপশলা বৃষ্টির ন্যায়, আমার জীবনে তোমার আবির্ভাব হয়েছিল,। তোমাকে প্রথম দেখেছিলাম নববর্ষে।।তোমার চোখে মুখে ছিলো লাবণ্যের ঘামে স্থির ছায়ার স্থবিরতা।।।তুমি ছিলে শিশির বিন্দুর মতো,যাকে খুব কাছ থেকে দেখা যাবে,কিন্তু ছোয়া বারণ।।।অথবা সমুদ্রের জলরাশির মতো,যা দূর থেকেই নীলাভ।।।তোমার দুহাত ভর্তি ছিলো কাচের চুরি,সময়ের নিস্তব্ধতা ভেদ করে তার মৃদ্য শব্দ আমার কানে বেজেছিলো।।তোমার খুব কাছে একবার চলে এসেছিলাম।।।প্রথম বাদলের পর বুনো ফুলের ঘ্রান ছিলো তোমার চুলে।।। আর সে ঘ্রানের মাদকতা ছড়িয়ে পড়েছিলো আমার প্রতিটি শিরায় উপশিরায়।।যার রেশ রয়ে গেছে আমার সপ্নে,আমার বাস্তবতায়,আমার অপেক্ষায়।।।হয়তো কোনদিন বলতে পারবো না,তবুও তোমার চুলের বুনো ফুলের ঘ্রানের অপেক্ষায় আছি।।।।

Confession # 5

কাকন সুলতানা ( PME )

র‌্যাগ এর তখন ভরা মৌসুম চলছে ,
ভেবেছিলাম চুয়েট ছেড়ে চলে যাব 
সেই দু:সময়ের এক গোধুলী লগ্নে ,
হতাশার চত্বরে হতাশাগ্রস্থ এই আমার চোখে 
ধরা দিয়েছিলে তুমি ।
“love at first sight” উক্তিটিকে সেদিনই প্রথম বিশ্বাস করেছিলাম । 
তোমার দর্শন আমাকে চুয়েটে থাকতে অনুপ্রেরণা যুগিয়েছিল ।
তারপর থেকে .....
তোমার ওই গভীর আঁখি , মায়াময়ী মুখখানা যতবারই দেখি ততবারই আমার হৃদয়ে তোমার প্রতি ভালবাসা তিল তিল করে গড়ে উঠতে থাকে
হ্যা, তোমায় ভালবেসে ফেলেছি ।
তোমার মায়ায় পড়ে গেছি ।
চড়ুই পাখি, তোমার ওই চঞ্চলতা আমার হৃদয় সমুদ্রে প্রতিনিয়তই ঝড় তুলে যাচ্ছে ।

আমার এই অব্যাক্ত ভালবাসা কি অব্যাক্তই থেকে যাবে ?
নদীর দুই তীরে দাড়িয়ে থাকা দুজনের মাঝে কখনো কি কোন যোগসূত্র তৈরি হবে না ?

চড়ুই পাখি, আমি খুব ভীতু
কিন্তু বিশ্বাস কর,
আমি তোমায় খুব ভালবাসি ।
ইতি............................
তোমার আকাশে ওড়ার সঙ্গী...

Confession # 4

Sumiya_Piya

তুই সম্ভব আমার চুয়েটজীবনে প্রথম ও শেষ ক্রাশ। ক্রাশ বলবো নাকি সিরিয়াস টাইপ ভালো লাগা বলবো বুঝতেছি না। তোর সহজ সরল ভংগি, মায়াবী চাহনী, কথা বলার ধরন সবকিছুই আমাকে টানে। তুই হয়ত আমাকে সরাসরি কখনো দেখিসনি। কিন্তু আমি তোকে দেখার অনুভূতি কিভাবে মিস করি ? মাঝে মাঝে ক্লাস বাংক করি তোর ক্লাসরুমের সামনে গিয়ে তোকে একবার দেখার জন্য। কেউ যদি আমি ক্রেজি তাতেও আমার সমস্যা নাই। তোর জীবনের অংশ হবার কোন যোগ্যতা রাখি কিনা জানি না।যোগ্য হবার চেষ্টা করে যাচ্ছি।যেদিন পারবো, ভালোলাগার কথা জানিয়ে দিবো।

13 ব্যাচের কেউ একজন

Confession # 3

ইসমাত জাবিন পুতুল । 

আচ্ছা , তোমার নাম পুতুল কেন ? 
তুমি কি জানো , তুমি পৃথিবীর সব থেকে সুন্দর বার্বি ডল ? 
তুমি আমার জীবনের সেরা উপহার । 
তোমার উপস্থিতি আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করে । 
ভরাট পূর্ণিমার জোছনা তোমার চোখে আর ঠোঁটে ।।
তোমার চশমার মাঝে উঁকি দিলে আমি হারিয়ে যাই আনমনে , কোন এক নিঃসঙ্গ সমুদ্রতীরে । 

চশমাবতী আমি ডুবে গেছি তোমার আধ ইঞ্চি কোয়ার্টজ গ্লাসের মায়ায় ।

ইতি ,
ক্রাস ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ।

Confession # 2

Homayra Anisa Raha


fb er subade meyetake jante perechilam....
chat hoto vloi...
pore jokhn bastobe dekhlam ,mn e holo choto belar glper rajkonna .....jar chokhe shudhu takate ichhe kore....jar thote lege thake ek mutho hashi.....megher sathe palla die jar shpnogulo urte thake.........
jano meye,ami na,,,,tomay khub vlobashi

someone from 13 batch

Confession # 1

নাঈমা !

৫ ফিটের এই মেয়েটার সৌন্দর্য্য হার মানায় কোন দেবীকে , কোন স্বর্গের অপ্সরীকে । 
তোমাকে প্রথম যেদিন দেখি তোমার ঠোঁটে ছিল এক চিলতে হাসি । তোমার হাসিটা যত্ন করে গেঁথে রেখেছি মনে। কান পাতলেই শুনতে পারি সেই মন্ত্রধ্বনি ।তুমি পার্ফেক্ট , ১৬ আনা সম্পূর্ণা ।
আমার সবকিছু তোমার , শুধু তোমার হাসিটুকু আমার ।
ছোট্ট অপ্সরী ,আমার ভালবাসা ঝুলে আছে তোমার হাসিতে । 

ইতি ,তোমার হাসির মাঝে হারিয়ে যাওয়া এক সিভিলিয়ান ।