শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

Confession # 23

#CSE dept. এর চশমা পরা পাঠকাঠির মত শুকনা এত্তগুলা কিয়ুট মেয়েটা 

৬ মাস চুয়েটে পইরাও তোমার নাম জানা হইলো না। আফসোস এর বেপার , যদিও কোনো এক বন্ধু অথবা বান্ধবী কে তোমার বর্ণনা দিয়া জানিতে পারিলাম তুমি CSE ডিপার্টমেন্ট এ এবং নাম রুহী হইতে পারে! আসল কথা হইলো চুয়েটে সামান্য ঝড় বাতাস শুরু হইলেই আমার টেনশন শুরু হই যায়। এই বুঝি তোমারে উড়ায়া নি গেল! :। মানুষ এত শুকনা হয় কেমনে?? আম্ম্মু বাসায় ভাত দেয় না?? দিলে এই অবস্থা কেন?? আর ভাত দেয়ার পরেও যদি এই অবস্থা হয় তাইলে আম্মুরে বলবা ভাত এর চাউলের ব্র্যান্ড চেঞ্জ করতে! তুমি কি বুঝনা তোমার এই অবস্থা দেইখা আরেকজন মানুষের চোখের নিচে যমুনা নদী সৃষ্টি হইয়া যাইতাছে?? যাই হোক , আসল কথা হইলো ভালা কইরা khaiba আর এই যমুনা নদীর প্রবাহ বন্ধ করার জন্য পদক্ষেপ নিবা!

ইতি
কোনো এক চান্নিপসর রাইতে একাকী বনে কিংবা সত্যিকারের যমুনা নদীর তীরে বসিয়া তোমাকে নিজ হাতে খাওয়াই দেওয়ার কঠিন ইচ্ছা পোষণ কৃত কোনো এক বাউন্ডুলে!

Confession # 22


আসিফ মোহাম্মদ তানভীর............ (আর্কি) 




তুমি এমনিতেই দেখতে অনেক সুন্দর। এত বিশ্রী করে চুল কাটো কেন?? একদম মেয়েলী মেয়েলী লাগে। আমি তোমাকে ১ম দেখেছিলাম এক বেগুনী শার্ট পড়ে ভর্তির দিন লাইনে দাঁড়িয়ে দাঁত বের করে কথা বলছিলে। সেদিন অনেক মোটা লাগছিলো তোমাকে। কেন জানিনা, সেদিন থেকেই হয়তো শুরু হয়েছিলো। বুকের ভেতর টা কেমন কেমন জানি করে উঠতো। এরপরে অনেক দিনই দেখেছি তোমাকে ক্যাম্পাসে বা তোমার ডিপার্টমেন্টের বিল্ডিং এর সামনে। কিন্তু ১টার বেশি মেয়ে থাকেই তোমার সাথে। এত মেয়ে নিয়ে ঘুরো কেন?? কনসার্টের দিন দেখেছিলাম CSE আর অন্য ডিপার্টমেন্টের ৪টা মেয়ে তোমায় ঘিরে ছিলো। তোমার ওই নতুন DSLR এ কি আমার একটুও জায়গা হবে না?? নিশ্চয় তুমি "আসিফ ফটোগ্রাফী" লাগাই ছবি পোস্ট করা শুরু করে দিসো?? সেই ফটোগ্রাফীতে আমার জায়গা কোনদিন হবে, এমন সৌভাগ্য আমি কল্পনাতেও ভাবি নাহ। জানিনা তুমি কি করছো এই বন্ধের ৩টা দিনে। আমি তোমায় দখি নাহ, কিচ্ছুই ভালো লাগে নাহ। একটা ফুল কি বেধে দিতে পারো না আমার কানে??

ইতি
চুয়েট 13 এর পাগলী

Confession # 21

জয়দেব শীল ( Civil- )

দেবতার মতোই নিখুঁতগড়নে সৃষ্টিকর্তা তোমায় গড়েছেন ।তোমার ঐ ব্ল্যাকিশ তনু যেন কষ্টিপাথর ।তোমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আমার ক্রাশ ।৪ ফুট ১১ ইন্ঞি শরীরটা বাঁকিয়ে নাচিয়ে যখন তুমি হেঁটে আসো তখন ক্লাসে বসা এই আমার কি অবস্থা হয় তা তো তুমি দেখো না ।আমার হরতনের ধুপধুপানি বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। এই বুঝি তোমার চোখে চোখ পড়ে গেল আর আমি চোখ নামিয়ে নিলাম।আচ্ছা,তোমারওকি ওরকমটা হয় ? আমি জানি, হয় আর তাই ইচ্ছে করেই তুমি আমার ঠিক পেছনে বসো ।আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস, নিঃশ্বাসে তোমার ম্যানলি ছোঁয়া ।তুমি এত দুষ্টু কেন ?ওরকমটা আর করবে না বলে দিচ্ছি , যদি আমাকে এতই পেতে ইচ্ছে হয় তবে হাতটা সামনে বাড়িয়ে দিও । জানো , ঘোলা কাচে গড়া লাইব্রেরী রুমে আমার ক্লাস করতে একদমই ভালো লাগে না ।বাইরে থেকে তোমায় হেঁটে আসতে দেখি না । কে কি ভাবে তাই বাইরেও যেতে পারি না ।
চুয়েট আমার স্বপ্নপুরী আর সেখানে তুমি আমার জয়দেব,একটামাত্র কিউট রাজকুমার।

ইতি, তোমার সিনা টান করা ম্যানলি চলনের একমাত্র দর্শক এবং একমাত্র অংশীদার ।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

Confession # 20

#Al_Muntasir_Mamun_Moni (CSE)




পৃথিবী টা আসলেই অদ্ভুত। শিকড় থেকে শিকড়ে পৌছতেই হোচট খেলাম তোমার কাছে। 
একদা সময় ছিল, যখন পাখির ডাকে ঘুম ছাড়ত।কিন্তু সময়, যুগের আবর্তন এ তোমার মুখের বুলি ছাড়া ঘুম ছুটে না।। 

#অগো_প্রিয়সখা
কখনো ভাবিনি তোমার মতো চিক্স শরীরের উপর crush খাব।। ছিপছিপে দেহ, কোমল হাত আর মৃদুগামী কথায় আমি হারিয়ে যাই অজানা কোন এক প্রান্তরে।। যেই প্রান্তদেশীয় সীমারেখায় কেউ থাকবে না।। থাকবে শুধু #Oxygen আর তুমি।।

তুমি বেশি কথা বল বলে হয়ত অনেকেই পছন্দ করে না।। কিন্তু তুমি পরখ করে দেখো, আমি তোমার কথা গুলো আমার হৃদয় গর্ভতে ধারন করে রাখি।।
আমার এক্টা second ও তোমায় ছাড়া চলে না যে।।তুমি আমার ছায়া না হও, কিন্তু#পটল_তোলার আগ পর্যন্ত আমি তোমারি ছায়া হয়ে থাকব।।

পৃথিবী ঘুরছে, সময় বারছে।। কিন্তু তোমার কারনে আমার বয়স কমছে, #Heartbeatবারছে।। কারন কবে যেন দুই হাত বারিয়ে অনন্ত জলিল এর মত নয়,#Sahrookh_khan এর মত বলবে "কা হো না পেয়ার হে"!!!!!!!!!!

ইতি,
ঘন্টা, মিনিট,সেকেন্ড উপেক্ষা করে বারান্দার কোনে বসে থাকা কোন এক অচিন পাখি।। তুমি আসলেই আমি খাঁচা থেকে মুক্তি পাবো।।

Confession # 19

প্রিয় সাবিহা আনান (CSE),





এই ক্যাম্পাসে তোর সাথে সবার আগে আমার ফ্রেন্ডশিপ হয়। একজন বন্ধু হিসেবে তোর কোন তুলনা নাই। তুই একবার বলেছিলি তুই চলে যাবি। তোকে আমি অনেক না করেছিলাম। তুই তাও চলে গিয়েছিলি। অনেক কষ্ট পেয়েছিলাম। কারণ তখন তোর সাথেই সব কিছু শেয়ার করতাম। কিন্তু হয়ত আমাদের বন্ধুত্তের টানে তুই আবার ফিরে এসেছিস। তুই দেখতেও যথেষ্ট ভাল। অন্যদের মত তোর সৌন্দর্য নিয়ে আমি কোন কমেন্ট করব না। কারণ আমার কাছে তুই অনেক ভাল একটা বন্ধু। তারও আগে একজন ভাল মানুষ। আমারা একজন আরেকজনকে ভালোই পচাই। রাগ করিস না কখনো। তোকে একজন বন্ধু হিসেবে অনেক বেশি ভালবাসি আমি। তোর অনেক সুন্দর নামও দিসি আমি “শুঁটকি”। আর তুই যখন চলে গিয়েছিলি তখন তোর পচানি গুলাই আমি বেশী মিস করতাম।

আর আকাশের দিকে তাকাইয়া থেকে মোবাইল টিপতে থাকলে পা ভাঙ্গাটাই স্বাভাবিক। যাই হোক পা একটা না দুইটা ভাঙলে বেশী খুশি হইতাম...... আর কথা একটু কম বলিস। আর আমি কিছু বললে তা শুনিস। তাইলে আর হাত-পা ভাঙ্গবো না। আর বন্ধুদের মাঝে মধ্যে ট্রিট দিতে হয়। মেকানিক্যাল সাবজেক্টটা একটু কম পড়লেও চলবে।

আর আমি কিন্তু কখনোই তোর উপর CRUSH খাই নাই। তাই CONFESSION এর কিছু নাই। 

ইতি,
তোর বেস্ট ফ্রেন্ড।

Confession # 18

#হোমায়ারা #আনিসা #রাহা


অনেকটা দুর থেকেই দেখতাম তোমায়।ভাবতাম কখনো বুঝবেই না।কিন্তু বিধাতা যে এইভাবে সুযোগ দেবে বুঝিনি।সেই এক মুহুরতের চোখাচোখি যে আমার লাইফের ওয়ান অফ দ্যা বেষ্ট মোমেন্ট ছিলো তা তুমি কোনোদিনও জানবেনা।তুমি যখন বান্ধবীদের সাথে হেটে হেটে কথা বলো,আর রাস্তা দিয়ে হাটো,তখন শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে।আর এতো সুন্দর করে কপাল থেকে চুল সরাও কিভাবে।।।।।।।।মাঝে মাঝে তোমায় চাদের আলোয় দেখতে ইচ্ছে করে।
সামনে পি এল, পরীক্ষা,,,,,কি হবে জানিনা যদিও সব সেইফ যোন এ রাখার চেষ্টা করেছি,কিন্তু তবুও বুদ হয়ে রইবো তোমার চিন্তায়,ডুব দেবো বাতাসে আর তার কানে কানে বোলবো,আমি তোমায় ভালোবাসি।।।

ইতি- Someone from 13 Batch... 

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Confession # 17

দেবযানী চক্রবর্তী ( দেবু )

এক অনন্য সৌন্দর্য প্রতিমার নাম । যেন একগুচ্ছ কৃষ্ণচূড়া । একটা আকাশে ওড়া সাদা গাংচিল ।
আমার রাতের আকাশের একমাত্র তারা । মেয়ে , তুমি আমার শীতের সকালের মিষ্টি রোদ , আমার নীল

আকাশের সাদা মেঘের আনাগোনা ।

এক গোধূলি বেলায় তার সাথে দেখা । প্রথম দেখায় ভেবেছিলাম , এত চঞ্চল কেন মেয়েটা ! এত সুন্দর মানবীর সাথে তার উচ্ছলতাটা যাচ্ছে না । একটু শান্তশিষ্ট হলেই হয়তো তার সৌন্দর্য ফুটে উঠত আরও ।প্রথম চোখের দেখায় একটু অন্যরকম ই লাগে তাকে ।

ধারণাটা পাল্টাতে থাকে তাকে দ্বিতীয়বার দেখার পরে । আমি অবাক হয়ে লক্ষ্য করি তাঁর অস্থিরতাটাই তাঁর প্রকৃত সুন্দরতা , এই রূপবতীর প্রতি আমার ভাললাগার কারণ । যেন মেয়ে নয় , কোন নীল রঙের ঘাসফড়িঙ । ফড়িঙটা উড়ে বেড়ায় আমার মনের উঠানে , আমার আবেগের প্রতিটা ফুলে ।
তাঁর উচ্ছল হাসি , তাঁর খুনসুটি , তাঁর ঠোঁট চাঁপা দুষ্টুমি , তাঁর মায়াভরা চোখ ..................অন্ধের মত কাছে টেনে নিত আমাকে ।

মেয়ে , তুমি জানো , তোমার অস্থিরতার ভিতরেও অন্য এক তুমি আছ । যে তুমি মোনালিসার মত নীরবে হাসতে জানে , আমার মত প্রেমিকের মন কেড়ে নিতে পারে অনায়াসে । তুমি যখন শাড়ি পরে তোমার চুল কাঁধে এলিয়ে দাও , আমি নতুন করে প্রেমে পরি । যতবার মনে আঁকি তোমার ছবি , ততবারই প্রেমে পরি । যতবারই সামনে আসো , আমি নতুন করে প্রেমে পরি ।

মেয়ে , তোমার হাতে হাত রেখে হাঁটতে চাই অজানা পথে । হারাতে চাই কল্পনার রুপকথার রাজ্যে ।
তুমি , কি হাত টা বাড়াবে ? তোমার হাত টা আমার দরকার , খুব দরকার ।

ইতি ,
তোমার বৃত্তে বন্দী কোন বিন্দু ।